সৌখিন ফটোগ্রাফার: হান্নান খান শান্ত, শিক্ষার্থী, ৩য় বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ।
চারিদিকে মেঘনার টইটুম্বুর পানি, তার মাঝে চরের মত জেগে ওঠা ছোট্ট একটি ভিটে। আর তাতেই বসতি গেড়েছে একটি পরিবার। দু'টি চৌচালা ঘর, চারপাশে সবুজ বনানী, চোট্ট এক চিলতে উঠান আর যাতায়াতের জন্য তিনটি নৌকা। একটি সুখের নিবাসের জন্য আর কী চাই? টিনের চালায় সৌর বিদ্যুতের দু'টি প্লেট জানান দেয় প্রযুক্তির ছোঁয়া লেগেছে স্থল বিচ্ছিন্ন জলে ঘেরে এই বসতিতেও। দৃশ্যপট : মতলব উত্তর উপজেলার মেঘনা সীমানায়।