প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ২১:৩৩
বাংলার রূপ আমি দেখিয়াছি
সৌখিন ফটোগ্রাফার : বিপ্লব খান, প্রোপ্রাইটর, মেসার্স খান এন্টারপ্রাইজ, মাছঘাট, বড় স্টেশন, চাঁদপুর।

'বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' কবি জীবনান্দ দাসের লেখা পঙ্কতিটি যতবার পড়ি, ততবারই ভেতরটা করে হাহাকার। আমি ছুটে যাই গ্রামে; যেখানে ডানে-বামে সবুজে সবুজে একাকার। ছোট ছোট ঘর, হলদে রঙা খড়, বাদামী পাটখড়ি সবকিছু ভরিয়ে দেয় মন। প্রকৃতির এমন আয়োজন, এমন রূপ আমি দেখিয়াছি, দেখিতে চাই আমরণ। স্থান : উত্তর তারাবুনিয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর।