'বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' কবি জীবনান্দ দাসের লেখা পঙ্কতিটি যতবার পড়ি, ততবারই ভেতরটা করে হাহাকার। আমি ছুটে যাই গ্রামে; যেখানে ডানে-বামে সবুজে সবুজে একাকার। ছোট ছোট ঘর, হলদে রঙা খড়, বাদামী পাটখড়ি সবকিছু ভরিয়ে দেয় মন। প্রকৃতির এমন আয়োজন, এমন রূপ আমি দেখিয়াছি, দেখিতে চাই আমরণ। স্থান : উত্তর তারাবুনিয়া, ভেদরগঞ্জ, শরীয়তপুর।