প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪৩৬তম সাহিত্য আড্ডা
শীতের পড়ন্ত বিকেলে ফরিদগঞ্জের অন্যতম ঐতিহাসিক প্রত্নতত্ব নিদর্শন লোহাগড় মঠ প্রাঙ্গনে লেখক ফোরামের নতুন কমিটির প্রথম সাহিত্য আড্ডা সম্পন্ন হয়েছে। ফরিদগঞ্জ লেখক ফোরামের একঝাঁক কবি, লেখক, কণ্ঠ শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো ৪৩৬ তম সাহিত্য আড্ডা।
|আরো খবর
২৭ জানুয়ারি শুক্রবার বিকালে সাহিত্য আড্ডার সভাপতিত্ব করেন কবি পাভেল আল ইমরান। যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় আড্ডায় উপস্থিত কবি লেখকগন তাদের স্বরচিত কবিতা, গল্প, নিবন্ধ পাঠ করেন। দন্ত্যন ইসলাম ‘রবীন্দ্রনাথের নায়িকা’ (কবিতা), পাভেল আল ইমরান ‘পর্যটন’ (কবিতা), হোসাইন মোহাম্মদ বেলাল ‘দুঃসময়ে স্মৃতি রোমন্থন’ (গল্প), তাজিন লুবনা ‘বিজয় মেলা- ২০২১’ (গল্প), রাসেল ইব্রাহীম ‘বড় ভাই’ (কবিতা), ফাতেমা আক্তার শিল্পী ‘ভ‚ত নাকি অদ্ভ‚ত’ (কবিতা), অমৃত ফরহাদ ‘অত্যাচারী জমিদারের স্মৃতি বিজড়িত লোহাগড়ের মঠ’ পাঠ করেন।
কবি লেখকদের লেখা পাঠের পর এ আড্ডার বিশেষ আকর্ষণ গানের আসর অনুষ্ঠিত হয়। একের পর এক গান পরিবেশন করে লোহাগড় মাঠ প্রাঙ্গনকে মুখরিত করে রাখেন জহির আহম্মেদ সাজিদ, রবিউল আলম, ইয়াছিন ও পাভেল আল ইমরান । যন্ত্রে ছিলেন সুব্রত মজুমদার (তবলা), রবিউল আলম (দোতারা)।
সাহিত্য আড্ডার শ্রেষ্ঠ আড্ডারু নির্বাচিত হন ‘রবীন্দ্রনাথের নায়িকা’ কবিতার জন্য দন্ত্যন ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের, সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক হালিমা আক্তার রাত্রি, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সদস্য অনামিকা চক্রবর্তী, ইয়াছিন হোসেন ও চয়ন চক্রবর্তী প্রমুখ।