প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৩:৫৭
স্থিতির মাঝে গতি
সৌখিন ফটোগ্রাফার : সজিব কর্মকার, শিক্ষার্থী, পুরান বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর।

একটি স্তব্ধ সকাল। তখনও সড়কে বাড়েনি ব্যস্ততা, ফিরে পায়নি তার চিরাচরিত রূপ। দু'পাশে সবুজের দীর্ঘ সমারোহ। পাতায় পাতায় যুগলবন্দী হওয়ার প্রয়াস। হঠাৎ সেই স্তব্ধতাকে ভেঙ্গে শোঁ শোঁ শব্দে এগিয়ে আসে একটি হলদে রঙা অটোরিক্সা। ভেতরটা তার যাত্রীতে ঠাঁসা। তিন চাকার গতি দীর্ঘ সময়ের নিরবতাকে ভেঙ্গে জানান দিলো স্থিতি নয়, গতিই জীবন। দৃশ্যপট : গাছতলা, চাঁদপুর।