প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৩০
ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উবি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু
সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি ঘোষনা
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ প্রধান বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (ঋঅজঊঝঅ) নামে নুতন সংগঠন যাত্রা শুরু করেছে।
|আরো খবর
গতকাল শুক্রবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মহেশ শর্মা সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ রিপন, কামাল হোসেন মিজি, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ফরিদী, হিতেশ শর্মা, মাও.শহিদ উল্ল্যা , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে ১১জন উপদেষ্টা ও ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।
সংগঠনের আহ্বায়ক লিখিত বক্তব্যে জানান, বিগত কয়েক মাস পূর্বে এসএসসি ব্যাচ ৭৯ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বন্ধুরা মিলিত হয়ে একটি মিলন পূর্বক অনুষ্ঠান করি। তার রেশ ধরে নানান ব্যাচ এর সিনিয়র জুনিয়র বন্ধুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি প্লাটফর্ম তৈরীর প্রস্তাব করেন। সেই মর্মে গত ২১ জানুয়ারি শনিবার ঢাকাস্থ বনানী বুয়েট ক্লাবে এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অনেক প্রাক্তণ ছাত্র বন্ধুগণ মিলিতভাবে ব্যাপক আলোচনার মাধ্যমে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি তার মধ্যে উল্লেখযোগ্য হলো: স্বল্পকালীণ মেয়াদে একটি আহবায়ক কমিটি গঠন যাহা আপনাদের মাধ্যমে আজ প্রকাশ হলো। বিশেষ প্রচারের আওতায় এনে প্রাক্তণ ছাত্রদের উদ্বুদ্ধ করে রেজিষ্ট্রেশন অন্তর্ভুক্ত করণ। সাংগঠনিক রূপরেখা , গঠন অবকাঠামো , তথ্য উপাত্তসহ বিজ্ঞ তড়িৎকর্মা বন্ধুদের মাঝে দায়িত্ব বন্টন ।
সর্বপরি ব্যাপক প্রাক্তণ ছাত্র সমাবেশে একটি ইভেন্ট এর মধ্যে দিয়ে সংবিধান অনুযায়ী পূর্নাঙ্গ কমিটি উপহার। এই সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের হিতকল্পে নানা উদ্যোগ গ্রহণ করার সাথে সাথে প্রতিষ্ঠানের হিরক জয়ন্তী পালনের ইচ্ছা রয়েছে। আশা করছি আমাদের প্রাণের বিদ্যাপিঠ এর সকল প্রাক্তণ শিক্ষার্থীরা আমাদের এই সংগঠনে যুক্ত হয়ে ভাল কিছু করার সহযোগিতা করবেন।সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের বিভিন্ ব্যাচের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।