মেঘনার পাড়ে আকাবাঁকা সবুজ ঘাস, তার উপরে তিনটি রাজহাঁস শামুকের সন্ধানে। মানচিত্র সদৃশ সবুজ স্থলের ফাঁকে যে জলের গহ্বর তাতে অর্ধ ডোবা একটি অচল নৌকা। মাঝি নেই, মেঝে নেই, বৈঠা নেই, নেই সেই যৌবনের পাল; মানুষের বার্ধ্যক্যের মতই নৌকাটি পার করছে অকাল। তবুও তার কালো রূপ দৃষ্টি এড়ায় না কারও। প্রশস্ত মেঘনার পাড়ে, রণগোয়ালের ধারে, থৈ থৈ জলে নৌকাটি বাড়িয়ে দিয়েছে মেঘনার সৌন্দর্য। নৌকা অচল হলেও তার সচল রুপ আপ্লুত করে প্রকৃতপ্রেমীদের। দৃশ্যপট : রণগোয়াল, পুরাণবাজার, চাঁদপুর।