প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৯
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন
চাঁদপুর ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। ২৫ ডিসেম্বর রোববার রাতে খ্রিষ্টধর্মাবলম্বীরা চার্চে ছবি তোলা, কেক কাটা, উপহার বিতরণ, প্রার্থনাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদ্যাপন করেছেন।
|আরো খবর
এর আগে সকালে চাঁদপুর ব্যাপ্টিষ্টসহ অন্য চার্চগুলোতে বড়দিনের উপাসানা, দুপুরে প্রীতিভোজ, বিকালে বাইবেলের ওপর তাৎপর্য ও রাতে ক্রিসমার্স ট্রি, কেক কাটা ও উপহার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চসহ জেলার মোট ৭টি সহযোগী চার্চের আড়াইশ খ্রিস্ট ধর্মালম্বীসহ বাহিরের অতিথিবৃন্দ অংশ নেয়।
উৎসবের রাতে কেক কাটায় অতিথিদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়(প্রশাসন ও অর্থ), পুনাক,চাঁদপুর সহ সভাপতি পূজা দাশ রায়,বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের সাধারণ সম্পাদক রেভারেন্ড লিয়র প্রতিম সরকার, কুমিল্লা জেলা ফেলোশিপের সাধারণ সম্পাদক পিনাক বাইন, চাঁদপুর চার্চের সম্পাদক রসি বর্মণ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক,সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, চাঁদপুর সাহিত্য ফোরামের সদস্য ভাস্কর দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন,‘আজ যিশুর জন্মদিন, তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য।তিনি এসেছিলেন কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদের কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়। তিনি খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান।