ত্রিনদীর মোহনায়, পরম মায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রক্তিম রক্তধারা। রাতের তারা ভরা আকাশের নিচে কংক্রিটের জীবন্ত সদৃশ তিন ফোটা রক্ত বিন্দু মনে করিয়ে দেয় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালির সংগ্রামের ইতিহাস। একাত্তরে এই রক্ত ঝরার ভয়কে জয় করেই বীর সেনারা পাকবাহিনীর চোখে চোখ রেখে বলেছিলো, 'কত রক্ত নিবি নে, তবু স্বাধীনতা দে।' লোকেশন : বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র, বড় স্টেশন, চাঁদপুর।