শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৬:১৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশী যুবকদের উদ্যোগে মসজিদ উদ্বোধন

ফরিদ আহমেদ পাটোয়ারী
পর্তুগালে প্রবাসী বাংলাদেশী যুবকদের উদ্যোগে মসজিদ উদ্বোধন

পর্তুগালের রাজধানীর লিসবনে প্রবাসী বাংলাদেশী যুবকদের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র আরোইস এ ৯ ডিসেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে বাইতুর রহিম জামে মসজিদ উদ্বোধন করা হয়।

মসজিদটি প্রবাসী বাংলাদেশীদের অর্থায়নে নির্মাণ করা হলেও একই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশন পালমেলা (এফআইপি)। মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি। শিশু-কিশোর, পুরুষ মহিলা সকলের জন্য ইসলামের নিয়ম-নীতি অনুশাসন শিক্ষার ব্যবস্থা থাকবে বলে জানান মসজিদ কর্তৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশন পালমেলা, পর্তুগাল (এফআইপি)। এবং পর্তুগালের ইসলামী শিক্ষা অন্যতম প্রধান প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল পালমেলা এর প্রধান মাওলানার রিজওয়ান শেখ । একই সাথে বাংলা‌দেশ ইসলা‌মিক সেন্টার "বাইতুল মুকাররম মস‌জিদ" লিসব‌নের প্রেসিডেন্ট রানা তসলিম উদ্দিন এবং খতিব অধ্যাপক আবু সাঈদ, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন সহ বাংলাদেশ এবং পর্তুগিজ মুসলিম কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মাওলানা রেজওয়ান শেখ প্রতিক্রিয়া প্রতিবেদককে বলেন এটা খুবই আনন্দের যে প্রতিনিয়ত পর্তুগালে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ধরণ পার মুসলমানগণ তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করতে সক্ষম হচ্ছেন একই সাথে আমাদেরকে সজাগ হতে হবে যাতে আমাদের নতুন প্রজন্ম যাতে ধর্মীয় অনুশাসন সম্পর্কে শিক্ষা পেতে পারে। তিনি প্রবাসী বাংলাদেশীদের ভূয়ষি প্রশংসা করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় পর্তুগালে প্রতিনিয়ত বাংলাদেশীদের আগমন ঘটছে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ । তাদের এক মুখপাত্র আরও জানান যে মসজিদটি ফাউন্ডেশনের আওতায় পরিচালনা হলেও এর দায়িত্ব শেষ নয় এর ব্যায়ভার এর সংস্থান আমাদেরকেই করতে হবে তাই তারা সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী প্রথম জামাতেই মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ফলে জুমার দুটি জামাত আয়োজন করতে হয়। আগত মুসল্লীরা উচ্ছ্বাস প্রকাশ করেন কেননা প্রতিনিয়তই পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের অবস্থান দৃঢ় হচ্ছে তারা উদ্যোক্তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং মসজিদ স্থাপনায় তাদের শ্রম এবং অর্থব্যয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়