বড় স্বাদ জাগে, সূর্যাস্তের আগে কোন এক বালুচরে শিশু-কিশোরদের মত শৈশবে মাতি। মেঘনার ঢেউ আকস্মিক ভিজিয়ে যাওয়া সিক্ত বালিতে পা ফেলে পদচিহ্ন আঁকি। মনে স্বাদ জাগে, গভীর অনুরাগে সোনালী সূর্যের অস্তমিত রূপ, চুপ করে নিরালায় বসে দেখি। রোজ সন্ধ্যা নামার আগে শত ব্যস্ততার ফাঁকে, গোধূলির ওই রূপ আমায় পাগলের মত ডাকে। স্থান : পশ্চিম শ্রীরামদী, রনাগোয়াল,পুরান বাজার, চাঁদপুর।