বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:০১

মুগ্ধতা ছড়ানো লেখক ফোরামের ৪৩৫তম সাহিত্য আড্ডা

নূরুল ইসলাম ফরহাদ
মুগ্ধতা ছড়ানো লেখক ফোরামের ৪৩৫তম সাহিত্য আড্ডা

নিস্তব্ধ বিকেলে স্তব্ধ সাহিত্য। মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত হলো ৪৩৫ তম সাহিত্য আড্ডাটি। অনেকদিন পর সিনিয়র সাহিত্য আড্ডারুদের সরব উপস্থিতি আসরকে করে তোলে প্রাজ্ঞতাময়। সিনিয়র সাহিত্যিকদের জ্ঞানগর্ব আলোচনায় মুগ্ধতা ছড়ায় তরুণ সাহিত্যিক হৃদয়ে। ডাকাতিয়া নদীর ত্রিমোহনা, দু’পাশ জুড়ে বিস্তৃত চর আর সবুজ গালিচার দু’পাশ জুড়ে সবুজের সমারহে শুধু সাহিত্যেরই আমেজ।

২ ডিসেম্বর শুক্রবার, ফরিদগঞ্জ পৌরসভার ডাক বাংলো সংলগ্ন ডাকাতীয়া নদীর ওপাড়ে সাবেক আঞ্চলিক মহাসড়কে দুপুরের পর থেকে সাহিত্যিকরা জড়ো হতে থাকে। বর্তমান কমিটির সহ-সভাপতি মহসিন হাসান শুভ্রের সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আড্ডার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সাড়ে তিনটায়।

সাহিত্য আড্ডায় সিনিয়র জুনিয়র অনেক সদস্য উপস্থিত হওয়ায় শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এর পরই শুরু হয় স্বরচিত কবিতা ও গল্প পাঠ এবং তা নিয়ে পর্যালোচনা। আড্ডায় কবিতা পাঠ করেন- দন্ত্যন ইসলাম (বরফকুচিতে মিটে শকুনের তেষ্টা), অমৃত ফরহাদ (ফুল যায় ভ্রমরে ভ্রমরে), ফাতেমা আক্তার শিল্পী (শীতলতা), তারেকুর রহমা তারু (সেকেলে ভালোবাসা), তাজিন লুবনা (স্কুল স্মৃতি)। সাহেদ বিন তাহেরের গল্প (সাদা কাগজ), মোস্তফা কামাল মুকুল (নিবন্ধ, এনালগ ডিজিটাল জীবন)।

লেখাগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন কবি হাসানুজ্জামান, কে এম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান ও মোস্তফা কামাল মুকুল। ৪৩৫ তম সাহিত্য আড্ডার প্রধান আলোচক ছিলেন পাভেল আল ইমরান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাবেয়া আক্তার, সমাজকর্মী শাহাদাত খান, তানিয়া আক্তার, ইয়াছিন, ইয়াছিন পাটওয়ারী, মাহাবুব রাব্বানী প্রমুখ। আড্ডায় নবাগত সদস্য তাজিন লুবনার হাতে বই তুলে দিয়ে তাকে সংগঠনে স্বাগত জানানো হয়। আগামী ১০ ডিসেম্বর সংগঠনের নবান্ন উৎসব এবং ২৪ ডিসেম্বর বার্ষিক আনন্দ ভ্রমণ। দু’টি অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহŸান জানিয়ে সভাপতি ৪৩৫ তম আড্ডার সমাপ্তি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়