রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৯:৪২

তাবলীগ জামাতের জেলা ইজতেমার দ্বিতীয় দিন আজ

স্টাফ রিপোর্টার
তাবলীগ জামাতের জেলা ইজতেমার দ্বিতীয় দিন আজ

চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা পর্যায়ে তিন দিনব্যাপী ইজতেমার আজ শুক্রবার দ্বিতীয় দিন। শহরের পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিল বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা।

এতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের হাজার হাজার মুসল্লি যোগ দিয়েছেন। বিদেশি মেহমান হিসেবে মালোয়েশিয়া ও ইন্ডিয়ান তাবলীগ জামাতের মুসল্লিরাও রয়েছেন । এছাড়াও দলে দলে ইজতেমা মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ২৫ নভেম্বর ২০২২ শনিবার দুপুরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

সূত্র জানায়, ২৪ নভেম্বর, ২০২২ ইং বৃহস্পতিবার ফজর বাদ বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়।বয়ান করেন কাকরাইলের মুরব্বি মাওঃ হেলাল।বাদ যোহর মালোয়েশিয়ান মেহমান,বাদ আছর মাসতুরাত সম্পর্কে বয়ান পেশ করেন কাকরালই জামাতের আমীর সাহেব মাওঃ মোহাম্মদ উল্লাহ সাহেব। এদিন বাদ মাগরিব ভারতের মেহমান দ্বীনি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে মূল্যবান বয়ান করেন।

আজ ২৫ নভেম্বর শুক্রবার সকাল দশটায় ইংরেজী ছাত্রদের এবং আরবী ছাত্রদের বিশেষ মোজাকারা হবে। জম্মার নামাজের আগে অনুষ্ঠিত হবে বিশেষ ব্যক্তিদের মোজাকারা এবং বাদ আছর ওলামায়ে কেরামদের নিয়ে বিশেষ মোজাকারা হবে।

শনিবার সমাপনী দোয়া ও মুনাজাতের পর এই জেলা ইজতেমার মাঠ থেকে ৬০টির মত জামাত বিদেশী জামাতসহ আল্লাহর রাস্তায় বের হবে। এ তথ্য নিশ্চিত করেন তাবলীগেরই একজন মাওঃ মাহাবুবুর রহমান। সমস্ত মুসলমান ইমান ও আমল, আখলাক মুজবুত করে হিংসা হানাহানি,লোভ লালসা থেকে কিভাবে নিজেরা পরিত্রাণ পেতে পারে এ সম্পর্কে ধর্মিয় বয়ান করা হয় ইজতেমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়