রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৭:২৪

চাঁদপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু

আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে চাঁদপুরে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী ইজতেমা। শহরের পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলের বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের হাজার হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। বিদেশি মেহমান হিসেবে মালোয়েশিয়া ও ইন্ডিয়ান তাবলীগ জামাতের মুসল্লিরাও থাকছেন। মুকবধির জামাতের একটি দলও যোগ দিয়েছেন এখানে। এছাড়াও দলে দলে ইজতেমা মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ২৫ নভেম্বর ২০২২ শনিবার দুপুরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিদের সেচ্ছা শ্রমের মাধ্যমে বাঁশ, চটের অস্থায়ী স্থাপনা দিয়ে ইজতেমার আয়োজন করেছে সাদ পন্থী মাখরাজ মসজিদের সদস্যরা।

ইজতেমার জিম্মাদার মাওঃ আব্দুর রশীদ বলেন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পৌর মেয়রসহ প্রশাসনের মধ্যস্থতায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি র অবসান হয়েছে। আমাদেরকে প্রশাসন ইজতেমা করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত চলবে। আগত মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনবেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মাঠের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়