বড়শির ছিপ ফেলে মেঘনা পাড় ঘেষা থৈ থৈ জলে দিনভর বসে আছেন এক রসিক শিকারি। কখন মাছ টোপ খেয়ে পা বাড়াবে ফাঁদে, কখন সুতায় পড়বে টান? সেই প্রত্যাশায় একাকি বসে বসে স্বচ্ছ জলে হয়তো নিজের প্রতিচ্ছবি দেখছেন আর ভাবছেন জীবনের অপ্রকাশিত গল্পগুলো। সুতায় বাধা 'টোন' পানিতে ডোবে আর ভাসে, শিকারি হাসে। সুযোগ পেলেই ছিপে টান দিয়ে গোড়ার হুইল দ্রুতলয়ে ঘোড়াতে ঘোড়াতে পাড়ে তুলবেন ফন্দিতে বন্দি হওয়া মাছটি। স্থান : বড় স্টেশন, মোলহেড, চাঁদপুর।