প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ০৯:২১
সূর্য, ইলিশ ও ঘোড়া
সৌখিন ফটোগ্রাফার : জাহিদ হোসেন গাজী, শিক্ষার্থী, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

বৈকালিক সূর্য, পাথুরে ইলিশ আর জীবন্ত লাল কেশি ঘোড়া তিনের সরলরৈখিক এ দৃশ্য দেখে যারা বিস্মৃত হতো চান তারা ত্রিনদীর মোহনায় মোলহেডে চলে যান। প্রবেশ পথে ঢুকতেই দৃষ্টি কাড়বে ভাসমান ইলিশের দু'পাশে ডাকাতিয়ার তীর ঘেষা দু'টি সবুজ বৃক্ষ। যেন তাদের জন্মই হয়েছিলো ছায়ায় ও মায়ায় পুথুরে রূপালী ইলিশকে প্রহরীর মত আগলে রাখবে বলে। লোকেশান : বড় স্টেশন, চাঁদপুর।