প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০৯:১৩
মৎস্য শিকারি নারী
সৌখিন ফটোগ্রাফার : উজ্জ্বল হোসাইন, আইটি কর্মকর্তা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর।

খাঁ খাঁ রৌদ কিংবা অঝোর ধারায় বৃষ্টিতে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে বড়শির ছিপ ধরে আছেন এক নারী। মেঘনার ঢেউ আলতো করে এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। তবুও তিনি অপলক দৃষ্টিতে ক্ষুধার্ত চিলের ন্যায় তাকিয়ে আছেন বড়শির সুতো আর জলের মিলন বিন্দুতে। ছিপ একটু নড়ে উঠলেই সম্মুখ পানে, হেঁচকা টানে শিকার করবেন মেঘনার মাছ। হাসিমুখে ফিরবেন বাড়ি, মৎস শিকারি নারী। স্থান : বড় স্টেশন মোলহেড, চাঁদপুর।