প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০৯:০৩
রূপালী ইলিশের খোঁজে
সৌখিন ফটোগ্রাফার : জাহিদ হোসেন গাজী

মেঘনার জলে, জাল নিয়ে জেলের সুদূর যাত্রা। রূপালী ইলিশের খোঁজে স্থল ছেড়ে জলে দৃঢ় মনোবলে এগিয়ে যায় মাছ ধরার পরিপাটি নৌকাটি। জেলের জলের এই যাত্রা আনন্দের মাত্র বাড়িয়ে দিবে যদি দিন শেষে জালে, রূপালী সোনা ফলে। স্থান : রণগোয়াল, পুরাণবাজার, চাঁদপুর।