প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১২:৪৬
বৃষ্টি ভেজা বিকেল
সৌখিন ফটোগ্রাফার : মোঃ মেহেদী হাসান রিফাত, শিক্ষার্থী, চাঁদপুর সরকারি কলেজ।

এমন বৃষ্টির দিনে দৃষ্টি ফেরানো দায়। প্রকৃতির এই অপরূপ সৃষ্টির রাজসাক্ষি হয়ে রাজহাঁস জোড়া গুটি গুটি পায়, সামনে এগিয়ে যায়। চারকোণা পুকুরের চার কিনারায়, গুচ্ছ মাথার, চিকন পাতার, নারিকেল গাছেগুলো দাঁড়িয়ে বাড়িয়ে দেয়া সৌন্দর্য যে কারও হৃদয় স্পর্শ করবে। আর পুকুরের জলে বৃষ্টির ফলে ফুটে ওঠা রূপালী রূপ, গাছ, হাঁস আর বাঁশের ছায়া, মেঘলা আকাশের মায়া পাগল করে দিবে যে কোন প্রকৃতি প্রেমীকে। লোকেশান : ইসলামপুর, ফরিদগঞ্জ।