উত্তাল নদী, আকাশে মেঘের ঘনঘটা, বড় বড় স্রোত আছরে পড়ছে কিনারায়। এমন প্রতিকূলতায়, নিজ সন্তানকে নিয়ে কি দরিয়ায় যাওয়া যায়? তাইতো মেঘনা নদীর মাঝি স্নেহের সন্তানকে পাড়ে দাঁড় করিয়ে দ্রুত বেগে নৌকা চালিয়ে ধেয়ে যাচ্ছেন উত্তাল দরিয়ায়। 'বাবা জাল তুলবেন, মাছ ধরবেন ফিরে আসবেন হাসিমুখে'-সেই প্রত্যাশায়, ছাতা মাথায় তীরের শেষ সীমানায় দাঁড়িয়ে সন্তান। লোকেশান : মেঘনার তীর, চাঁদপুর।