প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১০:৫৩
ইলিশের বাড়ির ইলিশ
সৌখিন ফটোগ্রাফার : কাউছার তৌহিদ, শিক্ষার্থী, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ।

চারিদিকে নীলাকাশ, মৃদু-মৃদু সুবাতাস তার নিচে পাথরের চকচকে রূপালী ইলিশ! অবাক দৃষ্টিতে তাকিয়ে উৎসুক কিছু মানুষ। জনৈক ইলিশপ্রেমী কাঁধে তুলে নিয়ে হয়তো জানান দিচ্ছেন, ইলিশ নগরীর সবচেয়ে বড় ইলিশটি এখন তার কাঁধে। লোকেশান: চাঁদপুর বড় স্টেশন