প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১২:৪৪
বসন্তরাজ শিমুল
বসন্তের আরেক সংবাদবাহক শিমুল। রক্তরাঙা শিমুলে বিবর্ণ প্রকৃতিতে জাগে নবীন জীবনের ঢেউ। সুবিশাল শিমুল গাছের ফুলে ফুলে খেলা করে রঙিন প্রজাপতি। শীতের জীর্ণতা সরিয়ে শিমুল-পলাশে সেজে উঠেছে ঋতুরাজের প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচিপাতা। ধীরগতিতে চলা বাতাস জানান দিচ্ছে নতুন কিছুর। পলাশ, শিমুলে লেগেছে আগুন রঙের খেলা। তাইতো রবী ঠাকুর পলাশের রুপে মুগ্ধ হয়ে লিখেছিলেন “রাঙ্গা হাসি রাশি রাশি অশোকে পলাশে”। তাই ঋতুরাজ যদি বসন্ত হয় তবে বসন্ত রাজ শিমুল। লোকেশন : মোহনপুর পিকনিক স্পট, চাঁদপুর।