প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৪:২১
তিন প্রজন্ম
সৌখিন ফটোগ্রাফার : জাহিদ হোসেন গাজী, শিক্ষার্থী, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

আশিতোষ বৃদ্ধ দূরন্ত শিশুকে তালুবন্দী করে জীবনের তাগিদে এগুচ্ছে টিপটিপ পায়ে। সম্মুখে বৈঠকখানায় আঠারো বছর পেরিয়ে যৌবনে পা রাখা একুশার্ধ্ব দুই তরুণ নদীর জল তরঙ্গের খেলা উপভোগ করছে। একটি বেগ, অপরটি আবেগ। জগত সংসারে এভাবেই প্রজন্মের সূচনা ঘটে, বেড়ে উঠে পা রাখে যৌবনে, ক্রমান্বয়ে পৌঢ়ে, অতঃপর ফিকে হয়ে আসে জীবন প্রদ্বীপ। চলতে হয় অভিজ্ঞতা ও সতর্কতার সংমিশ্রমে। ছবিফ্রেম: মেঘনা পাড়, চাঁদপুর।