রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে নবীন আলেম ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

আজকে ইসলামী মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে

আজকে ইসলামী মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে
মিজানুর রহমান ॥

পীর সাহেব চরমোনাই ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আদর্শ দক্ষ জাতি গঠনে চাই বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা। মেধাবী এবং আলেমরা হচ্ছে উত্তম মানুষ। এদের যদি পচন ধরে, তাহলে কোনো কাজে আসবে না। ওস্তাদের শিক্ষা কেমন ছিল ইতিহাস পড়লে জানা যাবে। ইসলামী শিক্ষার মধ্যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সব ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করেছিলো, তারা ক্ষমতায় গেলে মদিনা সনদে দেশ চালাবে। এই মদিনা সনদ কে তৈরি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। তাঁর নীতি আদর্শেই দুনিয়াতে শান্তি পাওয়া যায়। সেই হিসেবে নবীর আলেম যারা তারা বিশ^াস করে, আমার পরিচয় আমি একজন মুসলমান, আমার নীতি-আদর্শ হবে ইসলাম। আজকে ইসলামী মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই ইসলাম ভিত্তিক জীবন গড়ে তোলা এবং ইসলামকে লালন করা।

তিনি ১১ মার্চ শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা আয়োজিত নবীন আলেম ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-সম্পাদক প্রকাশনা বিভাগ জামালুদ্দীন মুহাম্মদ খালিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ ওমর ফারুক আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোঃ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু, ব্যবসায়ী আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, ইউনিএইড চাঁদপুরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজ আল আসাদ বাবর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওমর ফারুক আজাদ। স্কুল-কলেজ-মাদ্রাসার ৩০০ জন নবীন আলেম ও কৃতী শিক্ষার্থীদেরকে এদিন সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মেধাবীদের হাতে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সবশেষে চরমোনাই পীর সাহেবের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়