শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৪

লাশ ফেরত নিতে পরিবারের অস্বীকৃতি : ইতালিতে দাফন

ইতালি প্রতিনিধি
লাশ ফেরত নিতে পরিবারের অস্বীকৃতি : ইতালিতে দাফন

ইতালিতে আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশি মারা যাওয়ার পর দীর্ঘ প্রায় ৪৫ দিন লাশ মর্গে পড়ে থাকে। তার আত্মীয়-স্বজনরা লাশ দেশে ফেরত নিতে অস্বীকার করায় অবশেষে ইতালিতে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। হাই এর দেশের বাড়ি কুমিল্লা জেলায়।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মাসের ১১ তারিখ তিনি মারা গেলে লাশ মর্গেই পড়ে থাকে। 

এরপর সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আব্দুল হাই নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ ৪৫ দিন ধরে মর্গে পড়ে আছে। এরপরই হাইয়ের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হয় তারা লাশ দেশে নিতে অস্বীকার করে একই সঙ্গে লাশ ইতালিতে দাফন করার অনুমতি দেন। এরই ধারাবাহিকতায় রোম দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাই এর লাশ শুক্রবার ২৫ ফেব্রুয়ারী দুপুর ১২টা পনের মিনিট দাফন করা হয়। যার বিশেষ উদ্যোগে লাশ দাফন করা হয় ইতালিতে এ ব্যাপারে নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন,যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আগামী শুক্রবার মসজিদে উম্মাহতে দোয়ার ব্যবস্থা করেছেন। আব্দুল হাই এর অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়