সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১৬:২১

১১ নভেম্বর হানারচর ইউপির নির্বাচন হচ্ছে না

মিজানুর রহমান
১১ নভেম্বর হানারচর ইউপির নির্বাচন হচ্ছে না

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এই ইউনিয়নের নির্বাচন ১১ নভেম্বর হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন।

তিনি জানান, সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক এ ইউনিয়নের নির্বাচন বন্ধের বিষয়টি অবগত করে বিজ্ঞপ্তি জারি করেছেন। বৃহস্পতিবার এখানে নির্বাচন হবে বলে ব্যাপক গুজব ছিলো। হানারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছাত্তার রাড়ীর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে ছয় মাসের জন্য হানারচর ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দেন।

রিটে বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ী উল্লেখ করেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ ও ব্যরিস্টার আতিকুর রহমান। ফাইলিং আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মনিরা সুলতানা।

ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ গনমাধ্যমকে বলেন, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ত্রুটিগুলো আদালত আমলে নিয়ে আগামী ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়