প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ১৯:২৬
বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িতকার স্থান নেই : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া অপ্রীতিকর একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে যারা বিশৃংখলা সৃষ্টি করেছে তারা কখনোই এ দেশের জনগনের মঙ্গল কামনা করে না। আমরা সকলে মিলে এদেরকে প্রতিহত করবো। ওই সময় কচুয়ার আইনশৃংখলা সমুন্নত রেখে সম্প্রীতি বজায় রাখার জন্য কচুয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি ৩১ অক্টোবর রোববার কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তার স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
|আরো খবর
কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়া পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন অন্তরের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেনের পরিচালনায় উদ্বোধনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলাতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, সদস্য আলী আসগর প্রধান, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ। একইদিন তিনি বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।