শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০

কচুয়ায় প্রতিমা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন

যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো ধর্মেরই অনুসারী হতে পারে না : পুলিশ সুপার

যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো ধর্মেরই অনুসারী হতে পারে না : পুলিশ সুপার

মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান
যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো ধর্মেরই অনুসারী হতে পারে না : পুলিশ সুপার

কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোহাম্মদ আবুল কালাম আজাদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমরা এখানে এসে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। এতে আমাদের কাছে মনে হয়েছে এটা নিজেদের অন্তর্দ্বন্দ্ব। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা এ কাজ করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তির সম্মুখীন করা হবে।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, অন্য সম্প্রদায়ের সাথে সমস্যা সৃষ্টির লক্ষ্যে এ ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো ধর্মেরই অনুসারী হতে পারে না। তাদের কোনো ধর্ম নেই। অচিরেই তাদের সন্ধান করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনা নিয়ে আর যাতে সমস্যা সৃষ্টি হতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়