মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৭:৪৭

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত: উত্তরা বিমান দুর্ঘটনার পরবর্তী সিদ্ধান্ত

উত্তরায় ট্র্যাজেডির রেশ, স্থগিত হলো আজকের পরীক্ষা — শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি

প্রতিবেদন: দৈনিক চাঁদপুর কণ্ঠ রিপোর্টিং
আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত: উত্তরা বিমান দুর্ঘটনার পরবর্তী সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জুলাই ২০২৫: উত্তরা ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার দিবাগত রাত আড়াইটার কিছু পরে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের স্টাফ রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি।

মর্মান্তিক দুর্ঘটনার রেশেই স্থগিত পরীক্ষা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম রাত পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমার জরুরি বৈঠক হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২২ জুলাই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।”

এই সিদ্ধান্তের আগে বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরীক্ষা স্থগিতের দাবি জোরালোভাবে উঠতে থাকে। অনেকে প্রশ্ন তোলেন, যেখানে দুর্ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণেই রয়েছে লাশ, আহত আর আতঙ্ক—সেখানে কীভাবে পরীক্ষা চলতে পারে?

বিধ্বস্ত ভবনেই ছিল পরীক্ষা কেন্দ্র

উল্লেখযোগ্য যে, মাইলস্টোন কলেজ ভবনটি এবারের এইচএসসি পরীক্ষার একটি নির্ধারিত কেন্দ্র ছিল। এই ভবনের চার তলা ও ছাদভাগ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সময় ভবনের ভেতরে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে যান।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের এক সদস্য জানান: “দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আরও অনেকে নিখোঁজ ছিলেন, যাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।”

পরীক্ষার্থীদের অভিভাবকদের আর্তনাদ

চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক ছাত্রের অভিভাবক বলেন:

“ছেলেকে নিয়ে এসেছিলাম পরীক্ষায় বসানোর জন্য। এখন লাশ খুঁজছি। পরীক্ষা তো অনেক পরে, আগে সন্তানকে খুঁজি।”

বিষয়টি সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ফলে রাতেই নীতিনির্ধারকদের মধ্যে দ্রুত যোগাযোগ শুরু হয় এবং শেষপর্যন্ত পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রীর বিবৃতি আসছে

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেয়া এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলোর চেয়ারম্যানদের সাথে আলোচনা করে পরবর্তী পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

বিশেষজ্ঞ মতামত: পরীক্ষা নয়, এখন দরকার সহমর্মিতা

শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব হাসান বলেন,

“এইচএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন তার চেয়েও বড়। ছাত্র-শিক্ষকদের এই ধাক্কা কাটিয়ে উঠতে সময় দিতে হবে। মানসিক সহায়তা প্রয়োজন। এই সময়ে পরীক্ষা নেয়া হলে তা হবে অমানবিক।”

প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই “বিচক্ষণ ও মানবিক সিদ্ধান্ত” বলে প্রশংসা করেছেন। ঢাকা কলেজের এক শিক্ষার্থী লিখেছেন: “ধন্যবাদ সরকারকে অন্তত দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। যারা পরীক্ষা দিতে পারবে না, তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা।”

পরবর্তী পরীক্ষার দিনক্ষণ: আজ দুপুরে ঘোষণা

বৃহস্পতিবার ও শনিবারের পরীক্ষাগুলোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যানদের যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

ঘটনার সারাংশ

  • দুর্ঘটনার সময়: ২১ জুলাই দুপুর ১:১৫
  • স্থান: উত্তরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর-১১
  • ঘটনার ধরন: বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ভবনের ছাদে পড়ে বিধ্বস্ত
  • নিহত: অন্তত ২২ জন
  • আহত: দেড় শতাধিক
  • পরীক্ষা স্থগিত: ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা

সতর্ক বার্তা: পরীক্ষার পরবর্তী সময়সূচি জানার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়