মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:০৯

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে
অনলাইন ডেস্ক

শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে। কলেজ সূত্রে জানা যায়, এ বছর (তৃতীয় ব্যাচ) এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ছয়টি কলেজের মধ্যে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৫৫.৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। গত বছরও (দ্বিতীয় ব্যাচ) এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ছয়টি কলেজের মধ্যে এই কলেজ প্রথম স্থান অধিকার করে। গত বছর ৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬৩ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯৬.৯২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। ২০২৩ সালে (প্রথম ব্যাচ) এ কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ছয়টি কলেজের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে। তখন পরীক্ষায় ৬৩ জন অংশ নিয়ে ৫৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯২.০৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১জন।

কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম কলেজের এইচএসসি পরীক্ষার এই ধারাবাহিক সাফল্য/ভালো ফলাফল হওয়ায় প্রথমেই মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন কলেজ হওয়ায় ভালো শিক্ষার্থী তেমন ভর্তি হয় না। তারপরও গাইড শিক্ষক দিয়ে নিয়মিত তদারকি, চূড়ান্ত পরীক্ষার আগে পড়াশোনার তদারকি করতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়িতে অধ্যক্ষ সমেত শিক্ষকদের গমন, নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষা নেয়া, কলেজের বিভিন্ন পরীক্ষা সঠিক সময়ে নেয়া, ভালো ফলাফলকারীকে পুরস্কৃত করা, প্রতি মাসে কলেজের সেরা শিক্ষার্থী নির্বাচন ও পুরস্কারের ব্যবস্থা, অভিভাবক সমাবেশ, সহপাঠক্রমিক কার্যক্রম নিয়মিত আয়োজন, কলেজের দাতা সদস্য ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক সহযোগিতা, পুরাতন ও নতুন পরিচালনা পর্ষদ সদস্যদের দিকনির্দেশনা ও শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়