মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২২:৫২

কচুয়ার নাহারা গ্রামে শোকের মাতম

কালবৈশাখীর ভয়াল রূপ: বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাকে প্রাণ গেল গৃহবধূর!

মো. জাকির হোসেন
কচুয়ার নাহারা গ্রামে শোকের মাতম
ছবি : প্রতীকী

কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে ভয় পেয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার নাহারা গ্রামে হার্ট অ্যাটাকে বিশকা রানী সরকার (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বিশকা রানী সরকার ওই গ্রামের হরিপদ সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হরিপদ সরকার ও তার স্ত্রী বিশকা রানী সরকার নিজ বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিশকা রানী সরকার। দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, "মৃত বিশকা রানী সরকারের শরীরে বজ্রপাতে পোড়ার কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের বিকট শব্দে তিনি আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কারো কোনো সন্দেহ নেই।"

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, "বিশকা রানী সরকারের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই। বজ্রপাতের সরাসরি আঘাতের পরিবর্তে, বজ্রপাতের বিকট শব্দজনিত মানসিক ধাক্কায় তার মৃত্যু হতে পারে।"

এদিকে, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন জানান, "ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে জানা গেছে, হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।"

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় নাহারা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিশকা রানী সরকার ছিলেন শান্ত স্বভাবের এবং পরিশ্রমী এক গৃহবধূ। তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়