প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:১৬
এপিপি হলেন সুমি আক্তার
ঢাকা মহানগর ও দায়রা জজ, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সুমি আক্তার। কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের আলহাজ্ব মোঃ আবুল কাশেম পাটোয়ারীর সুযোগ্য কন্যা সুমি আক্তার। তিন ভাই ও তিন বোনের মধ্যে সুমি আক্তার পঞ্চম। তিনি নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি, ঢাকা শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাস করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি.) ও স্নাতকোত্তর (এল.এল.এম.) পাস করেন। তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
|আরো খবর
উল্লেখ্য, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালতসহ বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা।
সোমবার (১৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেওয়া হয়।