সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৬:৫৮

ফরিদগঞ্জে সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন

জেলা শহরের সাথে এক সময় এই সড়কটি ছিলো যোগাযোগের একমাত্র পথ। নদী পার হয়ে ২৪ ফুট প্রশস্ত সড়ক দিয়ে গাড়িযোগে যাতায়াত করতো উপজেলার লাখ লাখ মানুষ। কিন্তু কালক্রমে নদীর ওপর সেতু নির্মাণের ফলে সড়কটি গুরুত্ব হারালেও চারপাশের হাজারো মানুষের এখনো চলাচলের প্রধান সড়ক এটি। এক সময়ের ২৪ ফুট প্রশস্ত সড়ক মৎস্যচাষের কারণে ভেঙ্গে ৪ ফুট সড়কে পরিণত হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের চরকুমিরা পুরাণ গুদারাঘাট রাস্তার চিত্র এটি।

জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলের উপযোগী করতে বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধন করেছে। দুদর্শাগ্রস্ত সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে উপস্থিত লোকজনের মধ্যে বাদশা গাজী, হানিফ গাজী, আরিফ হোসেন গাজী, সুমি আক্তার, নিপা আক্তারসহ বিক্ষুব্ধরা জানান, সড়কের দুপাশেই মাছের ঘের। মাঝ দিয়ে চলে যাওয়া সড়কটি ব্যবহৃত হচ্ছে উভয় ঘেরের বেড়িবাঁধ হিসেবে। বছরের পর বছর সড়কের সুরক্ষা নিশ্চিত না করে মাছ চাষ করায় সড়কের বিস্তীর্ণ অংশে ধস দেখা দিয়েছে। ফলে যাতায়াত, পণ্য পরিবহনসহ সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগে পড়েছে সড়কটি ব্যবহারকারী হাজার হাজার মানুষ। কখনো কখনো গাড়ি উল্টে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ এবং মালামাল। দুর্ভোগে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। সড়কের এই দুরবস্থার কারণে আমাদের এই এলাকায় ছেলেমেয়েদের বিয়ে ঠিক হলেও ফিরে যাওয়ার বেশ ক'টি ঘটনা ঘটেছে। তাই আমরা এই সড়কের সংস্কার চাই ও প্রশাসনের সুদৃষ্ট কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়