প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২০:০৫
কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল ও গাছের চারা কর্তনের অভিযোগ

কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল, সীমানার কাঠ-বাঁশের বেড়া তুলে ফেলা ও ফলদ গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
|আরো খবর
ওই গ্রামের সোলেমানের স্ত্রী জাহেদা বেগম জানান, আমাদের পার্শ্ববর্তী বাড়ির প্রবাসী সোহেল চৌধুরী গং শুক্রবার বিকেলে তাদের লোক দিয়ে শত্রুতামূলকভাবে আমাদের দখলীয় জায়গায় রোপণকৃত বিভিন্ন ফলদ গাছের চারা কর্তন করে এবং সীমানার বেড়া ভেঙ্গে ফেলে। আমরা তা দেখে বাড়ির লোকজনকে অবহিত করি। তিনি আরো জানান, আমার স্বামী সোলেমান জুয়েল গংয়ের নিকট ৫১ শতক জায়গা বিক্রি করে। আমার ২ ছেলে প্রবাসে থাকার কারণে মৃত অলি চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী গং লোক দিয়ে আমাদের অতিরিক্ত জায়গা দখল করে রেখেছে। বিবাদীরা আমাদেরকে মারধর করার জন্যে লাঠিসোটা ও বটি নিয়ে আসে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাদেরকে খুন ও জখম করবে বলে হুমকি প্রদর্শন করে। বিবাদীরা যে কোনো সময় জোরপূর্বক আমাদের ভূমি দখল করতে পারে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের দখলীয় জায়গায় জোরপূর্বক প্রবেশ ঠেকাতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে সোহেল চৌধুরীর ভগ্নিপতি সবির হোসেন বলেন, আমরা কোনো কাঠ-বাঁশের বেড়া ভাংচুর করি নি।
এ ঘটনায় জাহেদা বেগম, পাশের বাড়ির সোহেল চৌধুরীর ভগ্নিপতি প্রভাষক সবির হোসেন, সোহেল চৌধুরী ও লাকী বেগমকে বিবাদী করে শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।