প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২০:৩৫
বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ালেখার মান নিয়ে প্রশ্ন
হাজীগঞ্জে এসএসসি ভোকেশনালে ৪৪০ জনে জিপিএ-৫ মাত্র ৪ জন!

চলতি বছর প্রকাশিত এসএসসি ভোকেশনাল পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪০ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ৩৬৩ জন। পাসের হার ৮১.৯৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। এমন ফলাফলে অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন। এ গ্রেড ৩৫৪ জন ও এ মাইনাস ৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৭ জন।
|আরো খবর
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সারাদেশে একযোগে সকল শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫ জন। পাসের হার ৮৫ শতাংশ। পাস করা সবাই এ গ্রেড পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৫ জন। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭ জন। পাসের হার ৯৮.২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৫৫ জন ও অকৃতকার্য হয়েছে ১ জন।
বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ থেকে ৭২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ জন। পাসের হার ৯০.২৮ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৬৩ জন ও এ মাইনাস ২ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ জন। উপজেলার নামকরা এ প্রতিষ্ঠানটির ফল বিপর্যয় অভিভাবকদের হতাশায় নিমজ্জিত করেছে। এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে এবার ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ২৯ জন, পাসের হার ৪৮.৩৩, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১ জন।
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ জন। পাস করা সবাই এ গ্রেড পেয়েছে এবং অকৃতকার্য হয়েছে ১ জন। রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি থেকে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৭ জন। পাসের হার ৯৫.৯১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও এ গ্রেড ৪৬ জন ও অকৃতকার্য হয়েছে ২ জন।
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২ জন। পাসের হার ৬০.২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ৭৮ ও এ মাইনাস ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৪ জন। সরকারি প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫-এর অবস্থা নিয়ে এর পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক মহলে।