মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

অনলাইন ডেস্ক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরপূর্তি আজ। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজকের দিনটি। ১৯৭১ সালের এ দিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু হয়। এ দিনটি বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচে’ গুরুত্বপূর্ণ দিন। এদিনে বাঙালি জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তানি শোষণ, অত্যাচার, নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করে। বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকারের দিকনির্দেশনায় ও নেতৃত্বে বাঙালি মুক্তি সংগ্রাম চালিয়ে যায়। এ দিনটি আসলেই বাঙালির মনে পড়ে যায় নিরস্ত্র বাঙালির ওপর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের সেই বর্বর কাহিনীর কথা। একই সাথে বাঙালির বীরত্বের ইতিহাসের কথাও মনে পড়ে যায়। এদিন বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে থাকে এবং একই সাথে শপথ করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে প্রতি বছরই সরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়ে আসছে। এবারো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। ১ মার্চ থেকেই জেলা প্রশাসনের কর্মসূচি শুরু হয়েছে। ১ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সকল প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্যে প্রতীকী ব্ল্যাক আউট হয়েছে। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতাসহ দিবসটির সাথে সংগতিপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

১১ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন বিকেল এবং সন্ধ্যায় জেলা তথ্য অফিসারের উদ্যোগে চাঁদপুর শহরতলীর বাবুরহাট, বাগাদী চৌরাস্তার মোড়, চাঁদপুর প্রধান ডাকঘরের নিকট সেতুর পাদদেশ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠসহ শহরের সুবিধাজনক জনবহুল স্থানে বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ১৩ থেকে ২০ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট, বালিকা হ্যান্ডবল টুর্নামেন্ট, টেবিল টেনিস টুর্নামেন্ট ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে সংশ্লিষ্ট অফিস, ভবন কর্তৃপক্ষ/মালিকের উদ্যোগে আলোকসজ্জাকরণ; ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার সংলগ্ন রেললাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা; সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার বেদিতে পুষ্পস্তবক অর্পণ; একই সময় সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন; সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সমন্বয়ে কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রী সমাবেশ; সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান ; সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মূক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন ; সুবিধাজনক সময়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহিলাদের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও স্ব স্ব ধর্মীয় উপাসনালয়ের ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহিদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়