শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় জেলা প্রশাসক কামরুল হাসান

ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে তাকে ভোট দিন

শামীম হাসান ॥
ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে তাকে ভোট দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্যে উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি মঙ্গলবার সকালে সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।

তিনি বলেন, রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে দৌড়ানো যাবে না। আপনারা সচেতন হয়ে ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে তাকে ভোট দিন। গুজবে কান দেয়া যাবে না, ভোট দেয়া নাগরিকের অধিকার। ভোট কেন্দ্রে না গিয়ে চায়ের দোকানে বসে গুজব ছড়াবেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী ড. মোঃ শাহজাহান ও বাংলাদেশ পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আবদুল গনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম ও ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরিফ হোসেন খানসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়