শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:০০

বালিয়ায় ড. হাসান খাসের বাড়িতে নৌকা মার্কার উঠোন বৈঠক

চাঁদপুর ও হাইমচরবাসীর আস্থা ও মর্যাদা রাখতে আমি নিরলস কাজ করেছি : ডা. দীপু মনি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ও হাইমচরবাসীর আস্থা ও মর্যাদা রাখতে আমি নিরলস কাজ করেছি : ডা. দীপু মনি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুর সদর ও হাইমচরের জনগণ নৌকার উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে তিনি তাদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিয়েছেন। আমি চাঁদপুর এবং হাইমচরবাসীর আস্থা ও মর্যাদা রাখতে নিরলস কাজ করেছি।

মঙ্গলবার ২ জানুয়ারি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী এলাকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খানের বাড়িতে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, চাঁদপুরের জনগণকে কথা দিয়েছি নদী ভাঙ্গন দূর করবো। আমি চাঁদপুর ও হাইমচরবাসীর সেই স্বপ্ন পূরন করেছি। এমন কোন রাস্তা নেই যা পাকা করা হয়নি। স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমি গত ১৫ বছরে চাঁদপুরকে বদলে দিয়েছি এবং নৌকা মার্কার উন্নয়নে বদলে গেছে চাঁদপুর ও হাইমচরের দৃশ্যপট। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমি জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ জনগণ নৌকায় আস্থা রেখে এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং বিপুল ভোটে তাদের দীপু মনিকে বিজয়ী করবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চাঁদপুরকে আমাদের বিশাল পর্যটনের সম্ভাবনা রয়েছে। চাঁদপুরকে নিয়ে আমার অনেক কিছু করার আছে। ইনশাআল্লাহ আবারো আপনাদের ভোটে নির্বাচিত হয়ে চাঁদপুরকে আরও বদলে দিবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে চরাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষের হাতের নাগালে সেবা পৌঁছে দিয়েছেন। মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে নারীরা সেলাই কাজ, রান্না করা, অনলাইনে শপিংসহ হাতে হাতে সব ধরনের অনলাইন সেবা পৌঁছে দিয়েছেন।

এর আগে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি উঠান বৈঠকে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্লা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী, সাপদী ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচনী কেন্দ্র কমিটির আহবায়ক সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার, সদস্য সচিব ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু সাবেক ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন নবীর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নুর হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন মুরাদসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়