প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৫:২৪
১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' প্রতিবছর জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত
চলতি বছর ১৮ অক্টোবর থেকে প্রতিবছর শেখ রাসেলের জন্মদিনে জাতীয় ভাবে 'শেখ রাসেল দিবস' পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রী পরিষদ বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 'শেখ রাসেল দিবস' পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মূল তাঁর দাবীর প্রেক্ষিতেই দিবসটি জাতীয় দিবসে রূপ নেয়। গতবছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় বিভাগ। এ বছর থেকে তা সারাদেশে জাতীয় ভাবে পালিত হবে। দিবসটি 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত হবে বলেও জানায় মন্ত্রী পরিষদ বিভাগ।
দিবসটিতে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্তর থেকেই শিশুদের কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং ও কোডিং শিক্ষার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। যাতে মাধ্যমিক স্তরে এসেই শিশুরা নিজেদের প্রোগ্রামার হিসেবে তৈরি করতে পারে। বর্তমানে সারাদেশে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই দিবসকে ঘিরে শিশুদের নিয়ে বিশেষ কর্মসূচী পালন করবে।