শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৫:২৪

১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' প্রতিবছর জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' প্রতিবছর জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত

চলতি বছর ১৮ অক্টোবর থেকে প্রতিবছর শেখ রাসেলের জন্মদিনে জাতীয় ভাবে 'শেখ রাসেল দিবস' পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রী পরিষদ বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 'শেখ রাসেল দিবস' পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মূল তাঁর দাবীর প্রেক্ষিতেই দিবসটি জাতীয় দিবসে রূপ নেয়। গতবছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় বিভাগ। এ বছর থেকে তা সারাদেশে জাতীয় ভাবে পালিত হবে। দিবসটি 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত হবে বলেও জানায় মন্ত্রী পরিষদ বিভাগ।

দিবসটিতে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্তর থেকেই শিশুদের কম্পিউটারের ভাষা, প্রোগ্রামিং ও কোডিং শিক্ষার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। যাতে মাধ্যমিক স্তরে এসেই শিশুরা নিজেদের প্রোগ্রামার হিসেবে তৈরি করতে পারে। বর্তমানে সারাদেশে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই দিবসকে ঘিরে শিশুদের নিয়ে বিশেষ কর্মসূচী পালন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়