প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:২৪
চাঁদপুরসহ সকল রূটে লঞ্চ চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় হামুনের শঙ্কা কেটে যাওয়ায় নদী বন্দর চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে চাঁদপুরে সকল রুটে লঞ্চ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ)। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
|আরো খবর
তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সবধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সকাল ১০ টায় চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে নৌযান চলাচল শুরু হয়। দুপুর ১টায় আরেকটি লঞ্চ ছেড়ে যাবে। এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চাঁদপুরসহ নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে,আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে মিয়ানমারের দিকে অগ্রসর হয়ে গেছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় সমুদ্র ও উপকূলীয় এলাকার সিগন্যাল কমিয়ে আনা হয়েছে।