রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ২০:৫১

যাত্রী দুর্ভোগ : আড়াই ঘন্টা বিলম্বে ছাড়লো সাগরিকা ট্রেন

মিজানুর রহমান
যাত্রী দুর্ভোগ : আড়াই ঘন্টা বিলম্বে ছাড়লো সাগরিকা ট্রেন

রেল কর্মচারীদের আকস্মিক ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিশ্চিত করে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইনচার্জ জুবায়ের বলেন, ট্রেনের এলএম এবং এএলএমদের অফিসিয়াল অর্ডার দেয়া হয় বাইরোস্টার ১ মাস আখাড়রা গিয়ে ডিউটি করতে হবে। আর সেজন্যেই এমন অর্ডারের প্রতিবাদে এ ধর্মঘট। সাগরিকা ট্রেনটি দুপুর আড়াইটায় ছাড়ার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়। তবে উর্দ্ধতনের সাথে আলাপ শেষে বিকেল সাড়ে ৪টায় ট্রেনটি লাকসাম চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ দিকে নির্দিষ্ট সময়ে ট্রেন বন্ধ থাকায় রোজার আগের দিন চাঁদপুর রেল স্টেশনে প্রায় ৪/৫ হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মুরাদ উল্লাহ্ বাহার গণমাধ্যমকে বলেন, প্রায় ২ ঘন্টা ট্রেন বন্ধ রাখায় স্টেশনে সাধারণ যাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে আমরা ফোর্সসহ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

বিকেলে ট্রেন ছাড়লে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়