রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ২২:১৯

নৌ-ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু

অনলাইন ডেস্ক
নৌ-ধর্মঘট প্রত্যাহার, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু

মজুরি বাড়ানোর দাবিতে ডাকা সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরীর সভাপতিত্বে শ্রম ভবনে আয়োজিত বৈঠক শেষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।

সে সুবাদে দুইদিন বন্ধ থাকার পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা জানিয়েছেন ২৯ নভেম্বর ভোর ৬টা থেকে সিডিউল অনুযায়ী লঞ্চগুলো চলাচল শুরু করে।

এমভি ঈগল ও বোগদাদিয়া লঞ্চের চাঁদপুর ঘাট সুপার ভাইজার আলী আজগর সরকার জানান, সদরঘাটে লঞ্চ থাকায় সোমবার রাতে লঞ্চ চলাচল শুরু করতে পারেনি।মঙ্গলবার সকাল থেকে লঞ্চগুলো সময় মত ছেড়ে যাবে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট ডাকে। এতে চাঁদপুর নদীবন্দরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়