প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাঁদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়-এর নির্বাচন প্রশাসন শাখা থেকে গতকাল ২৬ অক্টোবর, বুধবার এই গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেটে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী এবং অপর ১১জন সদস্যসহ ১২ জনের নাম প্রকাশ করা হয়। ১১ জনের মধ্যে তিনজন সংরক্ষিত আসনে মহিলা সদস্য, আর আটজন সাধারণ ওয়ার্ডের সদস্য।
|আরো খবর