প্রকাশ : ২২ জুন ২০২১, ২০:১৫
শিক্ষকতা পেশাকে স্বপ্ন হিসেবে ধরেই আসতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
‘ঘটনাচক্রে শিক্ষক হবেন না, শিক্ষকতা পেশাকে স্বপ্ন হিসেবে ধরেই আসতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে পারবো। এ কথাগুলো বলেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
|আরো খবর
সোমবার ২১ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অনলাইনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর। তারাই শিক্ষার্থীদের কাছে আদর্শ। প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা এসব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন। তারা শুধু শেখাবেন তা-ই নয়, শিক্ষকদের মানবিক ও নৈতিক মূল্যবোধে গুণান্বিত হতে হবে। শিক্ষকরা হবেন সত্যিকার অর্থেই আদর্শ শিক্ষক। ঘটনাচক্রে শিক্ষক হবেন না, যারা আসবেন তারা শিক্ষকতা পেশাকে স্বপ্ন হিসেবে ধরেই আসতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে পারবো। ’
ডা. দীপু মনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ মহামারির মধ্যে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। অনলাইন শিক্ষকতায় এই প্রশিক্ষণ আরও বেশি কাজে লাগবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের অনলাইন এডুকেশন চলমান রয়েছে। এটাকে আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে।’জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান স্যারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।