সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ২৩:০১

বাংলাদেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাঁদপুরসহ দেশের বিভিন্ন অংশ জুড়ে বিদ্যুৎ নেই

অনলাইন ডেস্ক
জাতীয় গ্রিডে বিপর্যয়

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, যমুনা সেতুর পূর্ব পাশের ন্যাশনাল গ্রিডে দুপুর ২টা পাঁচ মিনিটে বিপর্যয় হয়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বড় একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই। একটা পর্যায়ে পুরো দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না।

তিনি জানান, কোন গ্রিডে এবং কেন এই সমস্যা তৈরি হয়েছে, তা এখনো তারা বুঝতে পারছেন না। তবে তারা সেটি সমাধানের চেষ্টা করছেন। ইতোমধ্যে ময়মনসিংহ সহ কয়েকটি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে বলে আভাস দিয়েছেন এই কর্মকর্তা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব ইলাহী চৌধুরী বলেছেন, "আমরা একেবারে প্রাথমিকভাবে ধারণা করছি, ঘোড়াশালে গ্রিড বা বিদ্যুৎ সরবরাহের কোন একটি লাইন ট্রিপ করেছে। সেই লাইনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য লাইন ওভারলোড হয়ে সেটা ট্রিপ করেছে। এর ফলে পূর্বাঞ্চলের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বল্পতা দেখা দেয়।

এদিকে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে চাঁদপুরে দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না।শেষ বিকালে এলাকা ভিক্তিক বিদ্যুৎ চালু হলেও সন্ধ্যার পর এক ঘন্টার লোডশেডিং তো ছিলই।

এতে চাঁদপুরের মানুষ চরম ভোগান্তির শিকার হয়। সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসবের ছন্দপতন হয়।বাঙালির প্রাণের দুর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের আনন্দে বৃষ্টির পর বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিং বৃষ্টি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়