প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৭:১৮
বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি ২ দিন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা, মাদ্রাসা, কারিগরি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান চলতি সপ্তাহের বুধবার থেকে সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।