সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০৮:৩১

আজ শ্রী কৃষ্ণের জন্মদিন : শুভ জন্মাষ্টমী

অনলাইন ডেস্ক
আজ শ্রী কৃষ্ণের জন্মদিন : শুভ জন্মাষ্টমী

আজ ১৮ই আগস্ট বৃহস্পতিবার

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন।

দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

এ উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন মন্দিরে জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদ নানান কর্মসূচির আয়োজন করেছে। চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম, কালীবাড়ি মন্দির, নতুন বাজার মদন মোহন জিউর আখড়া, পুরাণ বাজার হরিসভা মন্দির কমপ্লেক্সেদ জন্মাষ্টমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে।

এছাড়া ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকার আজকে সরকারি ছুটি ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়