মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১৯:৪৬

মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব : জিল্লুর রহমান জুয়েল

মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব : জিল্লুর রহমান জুয়েল
অনলাইন ডেস্ক

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে পুরাণবাজারে শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এ সময় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

তিনি স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং চাঁদপুর পৌরসভা পক্ষ থেকে সনাতন ধর্মাবলী সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী পিপি, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা,জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ শ্রী বিশাল গোবিন্দ দাসাধিকারী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখ, ফেরদৌসী আক্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মিঠু বণিক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রণব সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়