প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকীর কর্মসূচি চূড়ান্তকরণে সভা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষ্যে কর্মসূচি চূড়ান্তকরণে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরতে হবে। সেখানে গতানুগতিক আলোচনা করলে চলবে না। যে আয়োজনে নতুন প্রজন্মের জন্য থাকবে মাইলফলক। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালে সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর চাঁদপুর সরকারি কলেজ থেকে র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হবো। তিনি সবাইকে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, এনএসআইর জেলা উপ-পরিচালক শাহ আরমান আহমেদ প্রমুখ।
সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে ১৫ আগস্ট উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় মিলাদ অনুষ্ঠান করা হবে। মূল কর্মসূচি হচ্ছে : ১. জাতীয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা : সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ২. পুস্তক অর্পণ : চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। ৩. আলোচনা সভা : জেলা ও উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা।