সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৯:৫৮

চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উদযাপিত

চাঁদপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উদযাপিত
মিজানুর রহমান

চাঁদপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

২৫ জুলাই সোমবার বিকেলে চাঁদপুরে সমষ্টির আয়োজনে এ দিবসটি পালিত হয়।

র‍্যালীটি চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সড়ক প্রদক্ষিণে নেতৃত্ব দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ। পরে আলোচনা সভায় চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা পলিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ বলেন, যেকোন মূল্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে হবে। এজন্য সচেতনতা ও প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিবসটিকে ঘিরে আমি সমষ্টির এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি।

সমষ্টির চাঁদপুর জেলা সমন্বয়ক আলম পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ,সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)'র এরিয়া ম্যানেজার জহিরুদ্দীন মো. হিন্দেলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

এ সময় জহিরুদ্দিন মো. হিন্দেল বলেন, চাঁদপুরে গত এক বছরে ৪৭ জন শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। তবে পানিতে পড়ে প্রাণে বেঁচে যায় ৩৫ জন শিশু। আমরা চাঁদপুরে এ নিয়ে কাজ করছি।

উল্লেখ্য,

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে উন্নয়ন যোগাযোগ সংগঠন ‘সমষ্টি’ সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে। সমষ্টির তথ্যমতে, পানিতে ডুবে শিশুমৃত্যুর তালিকায় বাংলাদেশ অন্যতম। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে পানিতে ডুবে ৫৮২ জনের মৃত্যু হয়েছে। এর ৯৯ শতাংশই ১৮ বছরের কম বয়সী। গত বছরের একই সময়ে মৃত্যু হয়েছিল ৫৭৭ জনের। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়