প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১৯:৫০
শাহরাস্তিতে দুটি পরিবহনের রেষারেষিতে দুর্ঘটনা
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বোগদাদ ও রিল্যাক্স পরিবহনের রেষারেষিতে
|আরো খবর
রিল্যাক্স বাস দুর্ঘনার শিকার হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ওই বাসের ৩০ জন যাত্রী।
১৩ জুলাই বুধবার সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তিতে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর ফেসবুক স্ট্যাটাস থেকে এই তথ্য জানা গেছে।
চাঁদপুর গামী রিলাক্স (ঢাকা মেট্রো -ব ১৪-৭৭৫৮ ) বাসটি বানিয়াচোঁ এলাকায় তার নিজ সাইড দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী বোগদাদের একটি বাস চাপে যাওয়ায় রিলাক্স বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।বাসটি অল্পের জন্য রাস্তার পাশে পুকুরে পড়ে নাই।
ওই বাসটিতে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলো।
দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলফিকার আলী, সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্ঘটনার বিষয়ে রিলাক্স বাসচালক জয়নাল আবেদিন জানান, বিপরীত দিক থেকে আসা বোগদাদ বাস একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে রিলাক্স বাসকে চাপ দিলে তার গাড়িটি দুর্ঘটনা শিকার হয়। যাত্রীরা সম্পূর্ণ সুস্থ এবং কেউ আহত হয় নাই।